Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগ এর সিটিজেন চার্টার বা নাগরিক সেবা ব্যবস্থা

 

 

ক) সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের অধীনস্থ ভবন নির্মান কাজ।

খ) জেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারীগন সরকারী আবাসিক বাসভবন এবং অফিস সমূহের প্রতিনিয়ত রক্ষনাবেক্ষন সম্পর্কিত যে সকল সমস্যার সম্মুখিন হন তা স্বপ্লতম সময়ে প্রত্যাশিত মান অনুযায়ী উপযুক্ত ব্যয়ে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সম্পাদন নিশ্চিত করন।

গ) গণপূর্ত  বহিঃ ভূক্ত দপ্তর/বাসভবন সমূহ মেরমাত ও রক্ষনাবেক্ষন। যেমন-ডিসি অফিস ও বাসভবন, জেলা জজ অফিস ও বাসভবন, পুলিশ সুপার কার্যালয় ও বাসা, সিভিল সার্জন কার্যালয় ও বাসা, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগের কার্যালয় ও বাসা কর্মকর্তাগনের জন্য বিদ্যমান বাসা কর্মচারীদের বিদ্যমান বাসা, জেলা কারাগার, পুলিশ লাইনের যাবতীয় অবকাঠামো ইত্যাদি এবং ফায়ার ষ্টেশন ইত্যাদির মেরামত ও রক্ষনাবেক্ষনের মধ্যমে সুবিধা ভোগীদের আস্থা অর্জন।

ঘ) বিভিন্ন সরকারী দপ্তর কর্তৃক প্রেরিত অবকাঠামোর মূল্য নির্ধারন করা।

ঙ) গণপূর্ত অধিদপ্তরের নীতিমাল অনুযায়ী বাসা ভাড়া নির্ধারন।

চ) জনগনের চাহিদার প্রেক্ষিতে প্রত্যাশিত মানের কারিগরি সহায়তা প্রদান।